
আর্জেন্টাইন ফুটবলে গত চার মাস যেমন কাটছে, এমন সময় তারা সবশেষ কবে পেয়েছিল ? এ নিয়ে গবেষণা হতে পারে।
কাতারে গত ১৮ ডিসেম্বর ৩৬ বছরের অপেক্ষা কাটিয়ে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। সেরা খেলোয়াড় হন আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। মাঝে ফিফা ‘বেস্ট’ পুরস্কারে চলেছে আর্জেন্টিনার আধিপত্য। বিশ্বকাপ জয়ের পর প্রীতি ম্যাচে এ মাসে প্রথম মাঠে নেমেছে আর্জেন্টিনা। পানামাকে ২-০ গোলে হারানোর পর কুরাসাওকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে।
আগের ম্যাচেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০ গোলের মাইলফলকের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। আর আজকের ম্যাচে পেয়েছেন আর্জেন্টিনার জার্সিতে ১০০তম গোলের মাইলফলকের দেখা। পরে তা টপকেও যান দুর্দান্ত হ্যাটট্রিকে। আর এই মাইলফলকের দেখা তিনি পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ১০০ দিন পর। সব মিলিয়ে আর্জেন্টাইন সমর্থকদের উৎসবের পালা যেন শেষ হচ্ছে না!
তবু মনের মধ্যে কিছু নিয়ে খচখচ যদি থেকে থাকে, সেটা হচ্ছে র্যাঙ্কিং। বিশ্বকাপেরই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এখনো র্যাঙ্কিংয়ে শীর্ষে, সেটা গত রোববার মরক্কোর কাছে হারের পরও। ওদিকে আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতে পরের দুটি প্রীতি ম্যাচে কোনো গোল হজম না করে উল্টো মোট ৯ গোল দিয়ে র্যাঙ্কিংয়ের দুইয়ে রয়েছে! আর্জেন্টিনার সমর্থকদের এটা মেনে নেওয়া কষ্টের।
তবে সুখবর আছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র্যাঙ্কিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষ স্থানকে দখল করবে আর্জেন্টিনা। ফিফার র্যাঙ্কিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র্যাঙ্কিংয়ে অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। ক্লারিন জানিয়েছে, এ হিসাবে মরক্কোর কাছে ২-১ গোলের হারে র্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব