
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে চলতি মৌসুমের উয়েফার সব খেলা। অবশ্য আগেই শেষ হয়েছিল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলা।
পাঁচ লিগের খেলা এবং উয়েফার আসরগুলো শেষ হওয়ার পর এবার আলোচনায় ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর।এবারের ট্রফিটি কার হাতে উঠছে। ধারণা করা হচ্ছে এই ট্রফির জন্য মূলত লড়াইটা হবে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ এনে দেয়া লিওনেল মেসি এবং গতরাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের মধ্যেই।
ফ্রান্স ম্যাগাজিন এখন পর্যন্ত তাদের বর্ষসেরাদের তালিকা প্রকাশ না করলেও পারফরম্যান্সের ভিত্তিতে ২০ জনের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোলডটকম। এর মধ্যে প্রথম তিনজনের তালিকাতে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পে। এমনকি ট্রফিটি জয়ের ক্ষেত্রে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন এই বিশ্বকাপজয়ী খেলোয়ার লিওনেল মেসি।
কে জিতবে এবারের ব্যালন ডি''অর? শেষ পর্যন্ত মেসি তার ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতবেন নাকি ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতবেন আর্লিং হালান্ড। তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব