চলতি বছরে চুক্তিতে থাকা ২১ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন মোট ৪ জন, যারা হল- মোহাম্মদ নাইম শেখ, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি এবং মাহমুদুল হাসান জয়। তাদের জায়গায় আসীন হয়েছে জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ।
আজ শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এক বিবৃতি দিয়ে নতুনভাবে চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। তিন সংস্করণের জন্য আলাদা আলাদা চুক্তি করা হয়েছে ক্রিকেটারদের সঙ্গে।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ জন ক্রিকেটারের মধ্যে ৩ টি ফরম্যাটে মোট চারজন খেলোয়াড়ের নাম রয়েছে।
বিসিবি’র তিন সংস্করণঃ
সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ
ওয়ানডে এবং টেস্টঃ তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
টেস্ট এবং টি-টোয়েন্টিঃ নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান।
টেস্ট সংস্করণঃ মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং জাকির হাসান।
ওয়ানডে ও টি-টোয়েন্টিঃ আফিফ হোসেন, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ওয়ানডেঃ মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টিঃ নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী এবং হাসান মাহমুদ।
ফলে বাদ পড়েছেন যারাঃ ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম এবং মোহাম্মদ নাইম শেখ।








