ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

আসছে ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশকে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের পর ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেরও সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড।

ওয়ানডে সিরিজ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের বাকি দু’টি ওয়ানডেতে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২৩ ডিসেম্বর নেলসন ও নেপিয়ারে।

নেপিয়ারে ২৭ শে ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৯ ও ৩১ ডিসেম্বর সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

নিউজিল্যান্ড-বাংলাদেশ দলের খেলার সূচি:

১৭ই ডিসেম্বর: প্রথম ওয়ানডে। স্থান: ডানেডিন।

২০শে ডিসেম্বর: দ্বিতীয় ওয়ানডে। স্থান: নেলসন।

২৩শে ডিসেম্বর: তৃতীয় ওয়ানডে। স্থান: নেপিয়ার।

২শে ডিসেম্বর: প্রথম টি-টোয়েন্টি। স্থান: নেপিয়ার।

২৯শে ডিসেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি। স্থান: তাউরাঙ্গা।

৩১শে ডিসেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি। স্থান: তাউরাঙ্গা।

>>>  পাসপোর্ট শক্তিতে ৯৬ তম স্থানে উঠে এলো বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :