
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরাজয়ের ২৪ ঘন্টা না শেষ হতেই আইসিসির পক্ষ থেকে বড় দুঃসংবাদ পেয়েছে ভারত। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে টিম ভারতকে। এর ফলে, ফাইনালের ম্যাচ ফি থেকে কোনো অর্থই পাবে না রোহিতরা। একই সাথে বাড়তি শাস্তি পেয়েছেন ওপেনার শুভমান গিল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোর কারণে বাড়তি জরিমানা গুনতে হবে গিলকে। ভারতের পাশাপাশি জরিমানার কবলে পড়েছে টিম অস্ট্রেলিয়াও। মন্থর ওভার রেটিংয়ের কারণে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে অজিদের।
ফাইনালে শুভমান গিলের আউটকে কেন্দ্র করে ছিল বিতর্ক। সেই বিতর্কে গা ভাসিয়ে ১৫ শতাংশ জরিমানার কবলে পড়তে হয়েছে ভারতীয় তরুণ এই ব্যাটারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত সেই আউট নিয়ে পোস্ট করার ফলে এই শাস্তি পেয়েছেন তিনি।
এর আগে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। ফলে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অজিরা। সেখানে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে তারা। ফলে চতুর্থ ইনিংসে ৪৪৪ রানের বড় লক্ষ্য পায় ভারত। পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় ভারত। ফলে ২০৯ রানের জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব