
পিএসজির সাথে নতুন করে চুক্তি নবায়ন করতে চান না ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। চিঠি দিয়ে ক্লাবকে বিষয়টি জানানোর পরপরই বেঁকে বসে ফরাসি এই ক্লাবটি। গত জুনে প্রকাশ হওয়া এই খবর ইউরোপের ক্লাব ফুটবলের বাজারে বোমার মতো বিস্ফোরিত হয়।
এই ঘটনার পর আন্তর্জাতিক বিরতিতে (জুনে) জাতীয় দলের হয়ে দুটি ম্যাচে অংশ নেন পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে খেলা এমবাপ্পে। সেখানে ফ্রান্সফুটবলকে এক সাক্ষাৎকার দেন তিনি। যা চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে।
সাক্ষাতকারে এমবাপ্পে পিএসজিকে বিভেদ সৃষ্টিকারী ক্লাব হিসেবে উল্লেখ করে থাকেন। সেই সাথে এও বলেছেন যে এখানে খেলে তার তেমন কোন লাভই হচ্ছে না। যে কারণে জাতীয় দলে তিনি যেমন ধীরে ধীরে বেড়ে উঠেছেন, পিএসজি ‘তে তেমনটি হয়নি। খবরগোলডটকম
এমবাপ্পে বলেন, ভক্তরা আমার পারফরম্যান্স খাটো করে দেখে কিনা? হ্যাঁ, করে। কিন্তু এটাতে আমি তাদের দোষ দেই না। প্যারিসে তারা আমাকে প্রতিদিন দেখে, হয় জাতীয় দলে নয়তো পিএসজির হয়ে প্রতি সপ্তাহে। গেল বছরগুলোতে আমি অনেক গোল করেছি। এখানকার ফুটবল ভক্তদের জন্য বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখারই কথা।
সাক্ষাৎকারে তার পারফরম্যান্স খাটো করে দেখা নিয়ে কোন অভিযোগ নেই বলেও মন্তব্য করেছেন এমবাপ্পে। কারণ তিনিও এক সময় মেসি-রোনালদো যে দুর্দান্ত কীর্তি প্রতিদিন গড়েছেন সেটাকে স্বাভাবিক ভেবেছেন। তার মতে, এটাই ভোক্তা সমাজ। ভালো করলে প্রত্যাশা কমবে না।
তিনি বলেন, আমি এখনও তরুণ ও আমারও অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আমিও মেসি-রোনালদো যা করেছেন, অন্য কিংবদন্তিরা যা করেছেন সেটাকে একসময় স্বাভাবিক হিসেবে দেখেছি। এটা ভোক্তা সমাজ। এখানে ‘ভালো হচ্ছে, তবে আরও অনেক ভালো করতে হবে।’ এমনটা বলা হয়ে থাকে।
পিএসজি’তে খেলার কারণে অনেক ‘গালগল্প’ ছড়ায় উল্লেখ করে এমবাপ্পে বলেন, আমি মনে করি, পিএসজিতে খেলে আমার তেমন একটা লাভ হচ্ছে না। কারণ এটা বিভেদ সৃষ্টিকারী দল, বিভেদ সৃষ্টিকারী ক্লাব। তাই এখানে অনেক বেশি গল্প ছড়াবে। এটা আমাকে বিরক্ত করে না।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব