প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সাথে আর থাকতে চাচ্ছেন না। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে চুক্তি শেষ হলে চলে যেতে চাচ্ছেন, এমন খবরই ফ্রান্সের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম লে’কিপের।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, ১২ মাসের চুক্তি বৃদ্ধির অর্থাৎ, ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করার যে সুযোগ তার রয়েছে,কিন্তু সেটা গ্রহণ করছেন না। ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিএসজি এখনও চুক্তি বৃদ্ধি করতে আশাবাদী রয়েছে। গতবছর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগের পর একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। লস ব্লাঙ্কোসদের ফরোয়ার্ড করিম বেনজেমা চলে যাওয়ায় এমবাপের প্রতি আবারও আগ্রহ প্রকাশ করেছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
পার্ক ডে প্রিন্সেসের ২৪ বর্ষী ফরোয়ার্ড কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে ফ্রান্স টাইব্রেকারে হেরে যায় ও টানা দুবার বিশ্বকাপ হাতে নেয়ার স্বপ্নভঙ্গ হয়ে থাকে এমবাপের।








