ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টার

দৈনিক স্লোগান, খেলাধুল

কোপা ইতালিয়া বা ইতালিয়ান কাপের সেমিফাইনালে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট জুভেন্টাস এবং ইন্টার মিলান। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে উঠে যায় ইন্টার। সান সিরোয় সেমিফাইনালে দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় ইন্টার। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। এর আগে প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়।

ম্যাচের ১৫মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ইন্টার। নিকোলো বারেল্লার থ্রু পাস ধরে গোলটি করেছেন ফেদেরিকো দিমারকো। এরপর ২১তম মিনিটে লাউতারো মার্টিনেজের নিচু শট পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। একটু পর ডি মারিয়ার হেড অল্পের জন্য পারেনি জুভেন্টাসকে সমতায় ফেরাতে। ৩৪তম মিনিটে ফিলিপ কস্তিচের জোরাল শট ঝাঁপিয়ে পড়ে আটকে ইন্টারের ত্রাতা গোলরক্ষক।

বিরতির পরও জুভেন্টাসের খেলা গতিতে ফেরেনি। ইন্টার খেলতে থাকে রক্ষণাত্বকভাবে। অবশ্য ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণের ভালো সম্ভাবনা তৈরি করেছিল ইন্টার। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লাওতারো-লুকাকুরা। ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ কে হতে পারে তা জানা যাবে আজই। রাতে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে। প্রথম পর্বের ম্যাচ ২-০ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে আছে ফিওরেন্তিনা।

>>>  বাঁচামরার ম্যাচে রেকর্ডের বন্যা মেসির

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :