ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্লোবাল টি-টোয়েন্টি তে সাকিবের ৩ উইকেট ও ১৩ বলে ২৬ রান

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন দাস। এই ম্যাচে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের সাথে পেরে ওঠেননি লিটন।

ম্যাচে সাকিবের বলেই আউট হয়েছেন লিটন দাস। হেরেছে তাঁর দলও। ব্যাটে-বলে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে লিটনের সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়েছে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স।

ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় মন্ট্রিয়েল টাইগার্স। শুরুতেই সারে জাগুয়ার্সকে চাপে ফেলে তারা। দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে আউট করে সারে জাগুয়ার্সকে শুরুর ধাক্কাটা দেন পাকিস্তানের বোলার কালিম সানা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পরতে থাকে তাদের।

ইনিংসের পঞ্চম ওভারে লিটনকে আব্বাস আফ্রিদির ক্যাচ বানান সাকিব। ১ ছয়ে ১১ বলে ৯ রান করে আউট হন লিটন ।সাকিব এরপর আরও ২টি উইকেট নেন। সব মিলিয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে তাঁর উইকেট ৩টি। সারে জাগুয়ার্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৩৬ রান।

বলের পর ব্যাট হাতেও ভালোই খেলেছেন সাকিব। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ৪টি চার এবং ১টি ছয়ে করেছেন ২৬ রান। ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মন্ট্রিয়েল টাইগার্স। তবে ম্যাচসেরার পুরস্কার সাকিব পাননি। সেরার পুরস্কার জিতেছেন ৩১ বলে অপরাজিত ২৮ রান করা মন্ট্রিয়েলের ব্যাটসম্যান কানাডিয়ান ব্যাটার দিলপ্রীত সিং।

>>>  ম্যাচ পরিচালনায় অযোগ্য রেফারির আচরণে ক্ষুব্ধ মেসি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :