
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল ব্যাট হাতে ৯৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন একটি উইকেট। ৯৩ রানের ইনিংসটি খেলার পথে একটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান এবং ৩০০ উইকেটের ‘ডাবল’ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
অসাধারণ এই কীর্তি গড়া সাকিবের জীবনের আরেকটি অন্যতম স্বপ্ন পূরণ হয়েছে আজ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে আজ পেয়েছেন গ্র্যাজুয়েশন শেষ করার সার্টিফিকেট। গতকাল ম্যাচ খেলে আজ ঢাকায় তাঁর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছেন সাকিব।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাকিব সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছেন। সেখানে তিনি স্বপ্ন পূরণের কথা বলেছেন, ‘আমি ক্রিকেট খেলছি অনেক দিন ধরেই। শুরু থেকেই আমার মা ফোন করে সবসময় পড়াশুনার বিষয়ে খোঁজ নিতেন। আজ খুব খুশি আর গর্বিত যে অবশেষে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।’
সাকিব এরপর বলেন, ‘টেস্ট ক্যাপ পাওয়ার সময় যে অনুভূতি হয়েছিল, আমার এখনকার অনুভূতিটা ঠিক সে রকমই। আমি ক্রিকেটে অনেক কিছু অর্জন করতে পারি। কিন্তু পড়াশুনার ক্ষেত্রে সর্বোচ্চ সার্টিফিকেট পাওয়ার স্বপ্নটা আমার সর্বদাই ছিল।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব