
মুখোমুখি তৃতীয় বলে চার মেরে যে আগ্রাসনের শুরু করলেন হাইনরিখ ক্লসেন, তা আর থামাতে পারল না ক্যারিবিয়ান বোলাররা। চাপের মুখে ক্রিজে গিয়েই বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। দারুণ জয়ে সমতায় সিরিজ শেষ করছে প্রোটিয়ারা।
তৃতীয় ওয়ানডেতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জয় হয়েছে ৪ উইকেটে। পচেফস্ট্রুমে ২৬১ রানের লক্ষ্য স্বাগতিকরা ১২৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছায়।
৬১ বলে ১৫ চার ও ৬ ছক্কায় অপরাজিত থেকেই ১১৯ রানের ইনিংস খেলে জয়ের নায়ক হয়েছেন ক্লসেন।
ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা হতে পারত তিনশর উপরে। ম্যাচের ১৯তম ওভারে ১ উইকেটে ১১০ রানের শক্ত অবস্থানে থেকেও ১০ বল বাকি থাকতেই ২৬০ রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা।
ওপেনার ব্র্যান্ডন কিং ৭২ বলে করেছন সর্বোচ্চ ৭২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস নিকোলাস পুরানের, করেছেন ৩৯ রান।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব