
চন্দিকা হাতুরাসিংহের নতুন কোচিং এ ভিন্ন ধারার ক্রিকেট উপহার দিচ্ছে বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিংয়ে এই দল ভীষণ আক্রমণাত্বক। আজ সোমবার প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে সম্মিলিত পারফর্মেন্সে আয়ারল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের দল। ব্যাটিংয়ে দলের সবাই দারুন করছেন। ২০৭ রানের স্কোর গড়ার পর বৃষ্টি আইনে ১০৪ রানের টার্গেট আটকাতে বল হাতে ঝলসে উঠেছিলেন তাসকিন-হাসান মাহমুদরা। ম্যাচ শেষে তরুণদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধিনায়ক সাকিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা তো এটাই চাই। এক বা দুই জনের পক্ষে সবসময় অবদান রাখা কঠিন হয়ে যায়, এমন অল-রাউন্ড পারফরমেন্সই তো চাই। তারা যেভাবে শুরু করেছিল এবং আক্রমণাত্বক ক্রিকেট খেলেছে, তাতেই ম্যাচের গতিটা নির্ধারিত হয়ে যায়। নতুন যারা এসেছে তারা ভয় পায়নি, তারা নিজেদের প্রকাশিত করেছে এবং দারুণ পারফরমেন্স উপহার দিয়েছে। বোলাররা অসাধারণ বোলিং করেছে। আমাদের আরও কয়েকজন আছে, যারা এই পেসারদের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে ঠিকমতো সুযোগ পাচ্ছে না।'
উল্লেখ্য, চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তুলেছিল বাংলাদেশ। পরে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচসেরা রনি তালুকদার ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। তাছাড়া লিটন ২৩ বলে ৪৭, শামীম ২০ বলে ৩০, সাকিব ১৩ বলে ২০* এবং তৌহিদ হৃদয় ৮ বলে ১৩ রান করেন। বৃষ্টি আইনে ৮ ওভারে আইরিশদের টার্গেট গিয়ে দাঁড়ায় ১০৪ রানে। ১৬ রানে ৪ উইকেট নেওয়া তাসকিন আর ১ উইকেট নেওয়া হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে ২২ রানে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব