ঢাকা, মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনা-কলম্বিয়া’র ফাইনালে থাকছে ব্রাজিলের রেফারি

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য ইতোমধ্যেই ম্যাচ অফিসিয়াল দের নাম ঘোষণা করা হয়েছে । তাতে ম্যাচ পরিচালনার জন্য লিস্টে থাকা রেফারি দের নাম দেখে আর্জেন্টিনার সমর্থকদের নড়েচড়ে বসারই কথা। কেননা কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে ম্যাচ পরিচালনা করার জন্য রেফারির দায়িত্ব পেয়েছেন এক ব্রাজিলিয়ান! এমনকি ম্যাচের মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস।

গত বৃহস্পতিবার (১১ জুলাই), ফাইনাল ম্যাচের সংশ্লিষ্ট রেফারিদের নাম জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সেখানে দেখা যায় যে, ক্লাউসের অ্যাসিসট্যান্ট ও ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই থাকছে ব্রাজিলের। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। ভিএআর পরিচালনা করবেন আরেক ব্রাজিলিয়ান হোদোলফো তস্কি। তাকে সহযোগিতা করার জন্য থাকছেন একই দেশের দানিলো মানিস ও দানিয়েল নব্রে। এর বাইরে চতুর্থ ও পঞ্চম অফিসিয়াল হিসেবে থাকছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেস ও এদুয়ার্দো কারদোসো। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

উল্লেখ্য যে, ২০২০ সালে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে বাক-বিতন্ডা হয়েছিল আর্জেন্টিনা দলের। প্যারাগুয়ের বিপক্ষে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেওয়া এবং বিরুদ্ধে একটি পেনাল্টি দেওয়ায় ক্ষোভ রয়েছে আর্জেনটাইনদের। একই ম্যাচে ১৫ টি পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি। কারণ গোল বিল্ডআপের ২৭ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন তিনি, যা রাফায়েল ক্লস লো সেলসো-ভিএআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

চলতি টুর্নামেন্টে এর আগে মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্লাউস। সেই ম্যাচটির রেফারিগিরি নিয়ে কোনো বিতর্ক দেখা যায়নি। যদিও এবছরের কোপা তে রেফারিং ও ভিএআর নিয়ে রয়েছে যথেষ্ট সমালোচনা।

স্পোর্টস ডেস্ক, ডেইলি স্লোগান 

>>>  টাইব্রেকারে জিতল মেসিরা, প্রথমবার চ্যাম্পিয়ন মিয়ামি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :