
নড়াইলের লোহাগড়ার থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক এবং মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হাসান শেখ (৩৫) কে ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসান শেখ ৩১০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকাসহ আটক করা হয়েছে। সে কুচিয়াবাড়ী গ্রামের রস্তম শেখের ছেলে ছিলেন। লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলাও দায়ের হয়েছে।
এই বিসয়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসির উদ্দীন আটকের কথা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী হাসান শেখ বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব