ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন হবে ঢাকায় : সৌদি রাষ্ট্রদূত

দৈনিক স্লোগান, সারাদেশ

হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি আরো বলেছেন, আগামীকাল বুধবার এই লক্ষ্যে সৌদি প্রতিনিধিদল ঢাকায় আসছে।

আজ মঙ্গলবার (৯ মে)  ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

সৌদি রাষ্ট্রদূত বলেন, হজযাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন ১০০ ভাগ নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই জন্য আগামীকাল সৌদি প্রতিনিধিদল আসছে। হজ ফ্লাইট শুরুর আগেই হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে। এই ছাড়া সুদান প্রবাসীদের আশ্রয় এবং ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে সৌদি আরব।

অনুষ্ঠানে সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর উপহার দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে এই খেজুর হস্তান্তর করেছেন তিনি।

>>>  আবারও তেল উৎপাদন হ্রাসকরণের ঘোষণা সৌদির, বেড়েছে দাম

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :