ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতার শত্রু এখনও চ্যালেঞ্জ করে: ওবায়দুল কাদের

দৈনিক স্লোগান, রাজনীতি


একাত্তরের মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা ‘নানা পোশাকে’ এখনও চ্যালেঞ্জ করে মন্তব্য করে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ‘অপশক্তিকে’ অবশ্যই পরাস্ত করতে হবে৷

রোববার স্বাধীনতা দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে  এ মন্তব্য করেছেন তিনি।

কাদের বলেন, “স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ; এমন নানান পোশাকে তারা স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে চলেছে৷ এই অপশক্তিকে অবশ্যই পরাস্ত করতে হবে৷ এখনো পাকিস্তানি ভাবধারায় চলছে বিএনপি।

“পাকিস্তান যা বলে বিএনপি তাই বলে, কারণ তারা পাকিস্তানিদের ভাবধারায় উজ্জীবিত। এখনও তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান তারা এমনটাই বলবে।”

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুল-উল আলম হানিফ এই সময় তার সাথে ছিলেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে সোনার বাংলা গড়ার পথে রয়েছে দেশ৷ স্মার্ট দেশ গড়াই এখন তার অন্যতম অঙ্গীকার৷

>>>  জোট বদ্ধভাবে নির্বাচন করতে ইসিকে আওয়ামী লীগের চিঠি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :