
সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে কাফনের কাপড় এবং ধারালো চাকুসহ গ্রেপ্তার শহিদুজ্জামান ওরফে রাজিবের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কয়েকদিন আগে ওই অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই নিজাম উদ্দিন ফকির জানিয়েছেন।
মামলার আসামি রাজিব মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ইমাম হোসেনের ছেলে। তিনি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি রাজিব সুপ্রিম কোর্টের মত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এলাকায় কোনো রকম অনুমতিপত্র ছাড়া চাকুসহ প্রবেশ করেছিলেন, যা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
অভিযোগপত্রে মোট ৯ জনকে সাক্ষী করা হয়েছে। রাজিবের বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় আরও চারটি মামলা রয়েছে বলে জানানো হয়েছে সেখানে।
মামলার নথি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সেখানে মোনাজাতও করা হয়েছিল।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। আলোচনা সভা থেকে কাফনের কাপড় এবং ধারালো চাকুসহ শহিদুজ্জামান রাজিবকে আটক করে থাকে পুলিশ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন। পরদিন ২৯ সেপ্টেম্বর আসামি রাজিবকে আদালতে হাজির করা হয়।
পরে তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারক।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব