
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) সংসদীয় আসনের এমপি মো. ছলিম উদ্দীন তরফদার সেলিমের গ্রামের বাড়িতে ঈদ পুনর্মিলনী মিলন মেলা ও ভোজসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪এপ্রিল) বিকেলে মহাদেবপুর উপজেলার আজিপুরে গ্রামে এ মেলায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয় তার গ্রামের বাড়িতে, আনন্দ বিরাজ করে সবার মাঝেই। এ আনান্দ ভাগাভাগী করতে সকলের জন্য মিষ্টি জাতীয় খাবার, গরু ও খাসির মাংসের ব্যবস্থা করা হয় এ উৎসবে।
এ ব্যাপারে সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, ' ওমরা হজ শেষে এলাকাতে ফিরেছি। মনে ইচ্ছা ছিল ঈদ আনন্দ সবাই সাথেই ভাগাভাগি করে নিব। আল্লাহ এ মনের আশা পূরণ করলো। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি সবার মাঝে তুলে ধরেন এবং সহযোগিতা কামানা কমনা করেন।'
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব