
বাংলা নিউজ ২৪. কমের জামালপুর জেলা সংবাদদাতা ও ৭১ টিভির বখশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নড়াইলের লোহাগড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগড়া উপজেলা কমিটির উদ্যোগে কালনা-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের মেইন গেটের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি এস. এম জহুরুল হক মিলুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ মাসুদ পারভেজ শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বিএমএসএসর শিক্ষা ও প্রশিক্ষণ বিশেষক সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া সাংবাদিক ইউনিটির সভাপতি গোলাম কিবরিয়া, বিএমএসএস লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. পিকুল আলম, বিএমএসএস লোহাগড়া উপজেলা শাখার সহ-সভাপতি শেখ শাহ আলম, সদস্য আব্দুল হামিদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। সাধুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সাথে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন বি এম এস এস এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, কোষাধক্ষ্য মোঃ মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিশান শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক খালিদুর রহমান, প্রচার সম্পাদক সাব্বির জমাদ্দার, সাংস্কৃতিক সম্পাদক বাদশা সাদ্দাম জনি, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া মিতা, সদস্য জাহিদুল ইসলাম, গাজী ফারহান আশরাফ রাজিব, ফাতেমা আক্তার মৌসুমী প্রমুখ।
⚫সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব