
দেশজুড়ে চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের জাতীয় পার্টির সংসদ সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদে তাঁরা বলেছেন, বিদ্যুৎ খাতে সরকারের সফলতা ছিল। কিন্তু হঠাৎ পরিস্থিতিটা বদলে গেছে। লোডশেডিং যেভাবে বাড়ছে, তাতে জনরোষের সৃষ্টি হতে পারে। আগেভাগে কয়লা ও গ্যাস আমদানি করলে এই অবস্থার সৃষ্টি হতো না।
২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেটে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা এসব কথা বলেন।
বিরোধীদের সমালোচনার জবাবে এই সংকটকে আকস্মিক দাবি করে সকলকে ‘একটু ধৈর্য’ ধরার অনুরোধ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সম্পূরক বাজেটে চলতি অর্থবছরে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের জন্য ৩২ কোটি ৪৬ লাখ ৪ হাজার টাকা মঞ্জুরি দাবি করেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তাঁর এই দাবিতে ছাঁটাই প্রস্তাব দেন ১০ জন সংসদ সদস্য। তবে আলোচনায় অংশ নিয়ে থাকে ছয়জন। বাকিরা অনুপস্থিত ছিলেন।
ছাঁটাই প্রস্তাবের আলোচনায় জাতীয় পার্টির পাঁচজন সংসদ সদস্য লোডশেডিং পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে থাকেন। এই ছাড়া একজন স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিমও এই নিয়ে কথা বলেন।
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। আগেই যদি কয়লা বা ডিজেল আমদানি করা যেত, আজকে এই সমস্যা হতো না। দ্রুত কয়লা আমদানি করে বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার দাবি জানিয়েছেন তিনি।
কোথায় কখন কত সময় বিদ্যুৎ থাকবে না, তা আগেভাগে জনগণকে জানিয়ে দেওয়ার দাবি জানান দলটির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘আমাদের ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দরকার কিন্তু করে ফেলেছি ২৬ হাজার মেগাওয়াট। আর আজকে উৎপাদিত হচ্ছে মাত্র ৭ হাজার মেগাওয়াট।’
বর্তমান পরিস্থিতিতে দেশের জ্বালানিনিরাপত্তা এবং বিদ্যুৎ বিভাগ হুমকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান।
জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বিল পরিশোধ (কয়লার) করতে না পারার কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। এই বিল কেন বাকি থাকছে?
এই সংসদ সদস্য বলেন, তিনি গণমাধ্যমে দেখেছেন, ৯০ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ (বিদ্যুৎকেন্দ্রের ভাড়া) এসেছে। তিনি প্রশ্ন রাখেন, কেন এত ক্যাপাসিটি চার্জ হয়? কেন চুক্তিটা এভাবে করা হলো যে ক্যাপাসিটি চার্জ দিতেই হবে? তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিক সাফল্যের একটি জায়গা ছিল বিদ্যুৎ। সেটি এখন একেবারেই নষ্ট হয়ে গেল। তিনি মনে করেন, এই অবস্থা থেকে জনরোষের সৃষ্টি হতে পারে।
ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর
ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বর্তমান সংকটের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেছেন, ‘আমরা সময়মতো কয়লার জন্য এলসি (ঋণপত্র) করতে পারিনি। বৈশ্বিক ব্যবস্থা এবং বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুর ওপর চিন্তা করে আমরা সময়মতো কয়লাটা আনতে পারি নাই। যার কারণে পায়রার এই অবস্থা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্ল্যান্ট (বিদ্যুৎকেন্দ্র) চালু করে দেব।’
সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নসরুল হামিদ বলেন, বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অর্থের জোগানের সমস্যা হয়ে গেছে। এটা বেশি দিনের জন্য নয়। ১৫ থেকে ১৬ দিনের মধ্যেই আবারো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সংসদ সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা সকলেই একটু ধৈর্য ধরেন। বিশ্বের দিকে এবং নিজের দেশের দিকে তাকিয়ে যদি আমরা ধৈর্য ধরি, তাহলে যে সমস্যাটা দেখতে পাচ্ছি, সেটা আমরা পার হতে পারব।’
বিরোধীদের বক্তব্যের জবাবে নসরুল হামিদ বলেন, লোডশেডিংয়ের বিষয়টি বারবার প্রচার করা হয়েছে। দুঃখ প্রকাশ করাও হয়েছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব