ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনাপোলে ভ্যান থেকে কোটি টাকার সোনা জব্দ  

যশোরের বেনাপোল অঞ্চলে ইঞ্জিনচালিত ভ্যান থেকে নয়টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এই অভিযানটি চালানো হয় গতকাল শনিবার রাতে বেনাপোল বন্দর থানার আমড়াখালী এলাকায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করেন, উদ্ধার করা সোনার বারের ওজন প্রায় ১ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৯৩ লাখ টাকা। তবে এখন অবধি অভিযান চালিয়ে ঐ ভ্যানচালককে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত হয়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর থানার আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। রাত সাড়ে নয়টার দিকে আমড়াখালী থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান কাগজপুকুরের দিকে যাবার সময় ভ্যানটিকে থামানোর চেষ্টা করে বিজিবি। কিন্তু ভ্যানচালক ভ্যানটি ফেলে দৌড়ে পালিয়ে গেলেও ভ্যানটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এরপর ভ্যানটি তল্লাশি করে ভ্যানের সিটের নিচে কৌশলে ঢেকে রাখা একটি গর্তে নয়টি সোনার বার পাওয়া যায়।

লে. কর্নেল শাহেদ মিনহাজ বলেন, পালিয়ে যাওয়া ওই ভ্যানচালকের নাম মো. মিলন ওরফে ছোট বাবু (৩৫)। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইঞ্জিনচালিত ভ্যানটি থানায় দেওয়া হয়েছে এবং উদ্ধার করা সোনা কোষাগারে জমা দেওয়া হয়েছে।

>>>  জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সম্পাদক মামুন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :