
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের কোনো সদস্য মাদক এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের অপরাধের কোন দায়ভার পুলিশ বাহিনী বহন করবে না।
মঙ্গলবার নৌ পুলিশ সদর দপ্তরে নৌ পুলিশের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এসব কথা বলেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
মতবিনিময় সভায় নৌ পুলিশের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন নৌ পুলিশ প্রধান (অতিরিক্ত আইজিপি) শফিকুল ইসলাম।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে। সামগ্রিকভাবে পুলিশ অনেক ভালো কাজ করছে।
সভায় নৌ পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) শফিকুল ইসলাম নৌ পুলিশের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেছেন। তিনি বলেন, নৌ পুলিশ নৌপথের নিরাপত্তা ও মৎস্যসম্পদ সংরক্ষণে দায়িত্ব পালন করে যাচ্ছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব