
চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত হলো ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এতে চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বেকার পুরুষ মহিলাদের অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন। এছাড়াও মেলায় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান, উপজেলা চেয়ারম্যান জনাব মো: জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র জনাব মোঃ মোরশেদ, নুরুল ইসলাম ভিপি, প্রেস ক্লাবের সভাপতি এবং দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ জনাব আবুল হাশেম মহাজন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মনির আহমদ শুভ্র।

উক্ত মেলায় প্রাথমিক ভাবে ৫০ জন বেকারকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। যাতে তারা তাদের নিজেদের কর্ম দক্ষতার মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে। আজকে যারা ফরম পূরণ করেছে তাদের সকলকেই ধাপে ধাপে প্রশিক্ষণ ও চাকরি দেবার অঙ্গীকার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের চরফ্যাশনের বেকার যুবক, যুব মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হবে। বেকার জনগোষ্ঠীর পাশে সরকার যে রয়েছে এবং তাদের ভাগ্য পরিবর্তনে চেষ্টা করে তা আজ বিটাকের প্রদর্শিত থিম সংয়ের ও নাটিকার মাধ্যমে উপস্থিত ৭০০ জন বেকার জানতে পারলো।
⚫সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব