
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বুধবার রাতে বিদেশি রিভলবারসহ মো. ইউসুফ (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার নিউ সিনেমাহল রোডের শহীদ মার্কেটের চতুর্থ তলার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এই সময় ওই তরুণের কাছ থেকে দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়ে থাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ মার্কেটের চতুর্থ তলার একটি বাসায় বিদেশি রিভলবারসহ এক যুবক অবস্থান করছেন বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ ইউসুফকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
দুই নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শিহাবুর রহমান জানান, বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলিসহ ওই তরুণকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আগে আর কোনো মামলা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব