ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ খুঁটির সাথে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ২

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়কের পাশের বিদ্যুৎ খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কা লেগে বাসের সুপারভাইজার ও এক যাত্রীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন যাত্রী। 

শুক্রবার সকাল ৯ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুস সোবাহান। 

স্থানীয়দের মাধ্যমে আব্দুস সোবাহান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসটি পাথরঘাটার দিকে যাচ্ছিলো। এ সময় রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এবং  রাস্তার পাশের বিদ্যুৎ খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। 

এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী (৪৫) ও যাত্রী পারভেজ (৩৫) নিহত হয়েছে। দুর্ঘটনায় বাসের ১৩ জন যাত্রী আহত হয়েছেন।” 

খবর পেয়ে রাজাপুর ও ভান্ডারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে পাশ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

আহতরা হলেন, বাসের ড্রাইভার সাবু মোল্লা (৪০), সাথী (৩৩), ইমু (২০), মোমেনা (৪৫), তানজিলা (৩১), অমল দেবনাথ (৫৮), মন্টু হাওলাদার (৫৫), শহিদুল খান (৫৭), রাহুল (৪০), জাহানারা বেগম (৫৫), কোবির মোল্লা (৩৫), কাওছার (৩২) ও রিতা দেবনাথ (৩৫)। 

আহতদের মধ্যে দুই জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চার জনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোবাহান।

>>>  কাপ্তান বাজার কলোনিতে আগুন,দগ্ধ ৭

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :