
সোমবার দুপুরের পর ঘরমুখী মানুষ চাপ বেড়েছে সাভারে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা এবং বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে। গাড়ি সংকট এবং বাড়তি বাড়ার অভিযোগ যাত্রীদের। কেউ কেউ আবার ঝুঁকি নিয়ে রওয়া হচ্ছেন ট্রাকেও। তবে কোথাও তেমন যানজট দেখা যায়নি।
আজ (সোমবার) দুপুর ১২টার পর থেকে এসব সড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তে থাকে যাত্রী এবং যানবাহন। শিল্পাঞ্চল সাভারে কিছু পোশাক কারখানা ছুটি হলেও আগামীকাল মঙ্গলবার প্রায় অধিকাংশ কারখানাই ছুটি হবে। ফলে আগামীকাল সড়কে চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে যাত্রীদের অভিযোগ বাড়তি ভাড়ায় যেতে হচ্ছে তাদের।
মিম আক্তার নামে এক যাত্রী বলেন, আমি সিরাজগঞ্জ যাব। দুপুর ১টায় এসে দাঁড়িয়েছি, বিকাল ৩টা পার হয়ে গেলেও কোনো গাড়ি পাইনি। আবার ভাড়াও নিচ্ছে অনেক বেশি।
যাত্রী আলমিন বলেন, ৩০০ টাকার ভাড়া এক হাজার টাকাও দাবি করে থাকে।
আবার গাড়িও ঠিক মতো পাচ্ছি না। কিছু গাড়ি আসলেও সিট খালি নাই।
এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ সড়কের ভিভিন্ন পয়েন্টে কাজ করতে দেখা যায়। তবে ঢাকামুখী গাড়ি এবং পশুবাহী ট্রাকে চাপ রয়েছে। সিগন্যালে আটকা পড়ছে দীর্ঘ সময়।
এই বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ট্রাফিকের পুলিশ পরিদর্শক (এডমিন) হোসেন শহিদ চৌধুরী বলেন, যানজট নিরসনে আমরা মাঠে কাজ করছি। যাতে কোনো যানবাহন অহেতুক ভাবে দাঁড়িয়ে থাকতে না পারে। ট্রাকে যাত্রীদের পরিবহন করা অবৈধ। আমাদের নজরে আসলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এদিকে পশুবাহী ট্রাক ঢুকছে, ফলে আমাদের কিছু বাড়তি চাপ তো রয়েছেই। আশা করি মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবেন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব