ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বদলগাছী তে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

দৈনিক স্লোগান, নওগাঁ

নওগাঁর বদলগাছীতে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত হয়েছে। জানা যায়, নওগাঁর বদলগাছী তে মহান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বদলগাছী গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন, কার মাইক্রো শ্রমিক ইউনিয়ন, সিএনজি, চার্জার, শ্রমিক ইউনিয়ন পরিষদ। উক্ত কর্মসূচীতে ১লা মে সকাল ১০ টায় সংগঠন গুলো র‍্যালি,আলোচনা সভা, ও শ্রমিকদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীতে ২ জন শ্রমিককে অর্থ সহয়তা করা হয়।

সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে গৃহ নির্মাণ সহ কার মাইক্রো চালক শ্রমিক ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন। উপজেলার সর্বস্তরের শ্রমিকরা মহান মে দিবসের উদ্যোগে সকাল ১০ টায় প্রথমে র‍্যালি বদলগাছী অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আবুল কলাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, বিশ্বেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় এমপি মহোদয় এর প্রতিনিধি সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সালাম মন্ডল, আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাহাড় পুর ইউনিয়ন চেয়ারম্যান ও বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মিজানুর রহমান কিশোর, বদলগাছী থানা ইনচার্জ ওসি অফিসার মোঃ আতিয়ার রহমান , বাবুর সহ প্রমুখ। মহান মে দিবস বিশ্বের শ্রমিক শ্রেণির সংগ্রামী দিন,অধিকার আদায়ের দিন, রাজপথে রক্ত দেবার দিন। ১৩৭ বছর আগে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে ১০ শ্রমিকের আত্নত্যাগের মধ্যমে এই মহান মে দিবস প্রতিষ্ঠা পায়। সেই থেকে বিশ্বব্যাপী স্লোগান উঠে এসেছে দুনিয়ার মজদুর এক হও এক হও। বাংলাদেশ সহ বিশ্বের শ্রমিকদের প্রসন মুক্তির সংগ্রামের শপথ নেওয়ার স্মারক দিবস আজ।সেইদিনের আন্দোলনের মূল আবেদন ছিল সপ্তাহে একদিন ছুটি, দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও ন্যায্য মজুরি। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে মে দিবস পালিত হয়ে আসছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে বাংলাদেশের শ্রমিকরা সেই মে দিবসের মুল চেতনায় সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারছেন কী না । এখানে শ্রমিকদের কোথাও কোথাও ৮ ঘন্টার ও বেশি কাজ করতে হয়। এছাড়াও পুরুষের সাথে হাত মিলিয়ে পরিশ্রম করেন নারীরাও। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ এনামুল কবির এনাম, সাংবাদিক সোবহান সৈকত, সাংবাদিক এস এম মোস্তাকিম,সাংগঠনিক আশিক হোসেন, সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ, সাংবাদিক ফজলে মাওলা,সাংবাদিক হাফিজার রহমান, সাংবাদিক খালিদ হাসান মিলু, সাংবাদিক বুলবুল আহমেদ বুলু, সাংবাদিক মোঃ ফিরোজ হোসেন, এস.এম মুজাহিদ হোসেন সহ আরও প্রমুখ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

>>>  বদলগাছীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

উক্ত আলোচনা সভায় বিভিন্ন পেশার শ্রমিক সহ বদলগাছী গৃহ শ্রমিক ও ইউনিয়নের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :