ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু সেতুতে ১৮ কিলোমিটার যানজট

দৈনিক স্লোগান,সারাদেশ

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে থেমে থেমে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পেড়েছেন যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (১৬মার্চ) ভোর থেকেই বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব অংশ থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান। 

অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেও যানজট সৃষ্টি হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, “মধ্য রাত থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। এ ছাড়া চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে।”

মহাসড়কের এলেঙ্গা এলাকায় পাবনাগামী বাসের চালক খালেক মিয়া বলেন, “পৌলি থেকে এলেঙ্গা দেড় কিলোমিটার সড়ক আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না। বসে থাকতেও আর ভাল লাগছে না।”

এদিকে ওসি জাহিদ হাসান বলেন, “আমরা সড়কে দায়িত্ব পালন করে আসছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

>>>  আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :