ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেম করে বিয়ে না করায় প্রেমিকার বাড়িতে বন্দুক হামলা


দীর্ঘদিন ধরে প্রেম করার পর বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে থাকে প্রেমিকা। এতটাই ক্ষুব্ধ ছিলেন প্রেমিক। ফলে শনিবার রাতে দলবল নিয়ে প্রেমিকার বাড়িতে বন্দুক হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। 

ভারতের মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিঘড়িতে এই ঘটনাটি ঘটেছে। মেয়ের বাড়ির চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে অভিযুক্ত প্রেমিককে একটি আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরে থাকে। যদিও সেই সময় অভিযুক্ত যুবকের দুই বন্ধু মোটরবাইক করে এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

দিঘড়ির এক তরুণীর সাথে রতনপুর গ্রামের যুবক জেকারুল ইসলামের প্রায় দু’বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পেশায় বিড়ি শ্রমিক জেকারুল। প্রেমের সম্পর্ক গড়ে তোলার সময় যুবকটি গোপন করেন যে তিনি বিবাহিত। ফেসবুকে যুবকের সাথে তরুণীর পরিচয় হয়। মাস কয়েক আগে জানাজানি হয় জেকারুল বিবাহিত। চার ছেলের বাবা। এরপরই তরুণী তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে থাকে। 

জেকারুল বিভিন্ন নম্বর থেকে ফোন করে তরুণীকে হুমকি দেয় বলে অভিযোগ। সম্প্রতি তরুণীর পরিবার সামশেরগঞ্জ থানায় জেকারুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এরপর পুলিশ জেকারুলকে ডেকে সতর্ক করে তাকে ছেড়ে দেয়। 

আইনি পদক্ষেপের পর কিছুদিন চুপচাপ ছিল জেকারুল। শনিবার রাতে হঠাৎই বন্দুক নিয়ে তরুণীর বাড়িতে চড়াও হয়ে ওঠে। সেই সময় বাড়িতে ডাকাত পড়েছে বলে চিৎকার শুরু করতেই আশেপাশের লোকজন ছুটে আসে। 

জেকারুলকে একটি আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরে থাকে গ্রামবাসীরা। যদিও যুবকের দুই বন্ধু মোটরবাইক চড়ে এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দারা জেকারুলকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের হাত থেকে জেকারুলকে উদ্ধার করে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর জখম অবস্থায় সেখানেই ভর্তি রয়েছে সে। এই ঘটনায় পুলিশ তরুণীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে জেকারুল শেখকে গ্রেপ্তার করে থাকে। বাজেয়াপ্ত করা হয়েছে তার আগ্নেয়াস্ত্রটিও।

>>>  বিষ মেশানো গম খেয়ে প্রাণ গেল অর্ধশতাধিক কবুতরের



সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :