ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রায় ২ কোটি ২০ লাখ লিটারের মতো সয়াবিন তেল কিনতে যাচ্ছে সরকার

সয়াবিন তেল

বাংলাদেশ সরকার প্রায় ২ কোটি ২০ লাখ লিটার তেল কিনতে যাচ্ছে । এতে ব্যয় পড়বে প্রায় ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা। তাতে লিটারপ্রতি তেলের দাম পড়বে ১৫৬ টাকা ৯৭ পয়সা। এর আগে তেল খরিদ বাবদ লিটারপ্রতি সরকারের ব্যয় হয় ১৬২ টাকা ৯৪ পয়সা। তেল ক্রয়ের পাশাপাশি কানাডা ও মরক্কো থেকে প্রায় ৮০ হাজার টন এমওপি ও টিএসপি সার আমদানি ও করবে। এতে মোট খরচ হবে ৫০৮ কোটি টাকা। গত বুধবার ক্রয়-বিক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার খসড়া কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সাঈদ মাহমুদ খান বলেন, স্থানীয় বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য প্রায় ২০০ টাকা, তবে ভর্তুকি দামে কার্ডধারীদের মধ্যে লিটারপ্রতি ১১০ টাকায় তেল বিক্রি করছে টিসিবি।এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা কমার্সিয়াল করপোরেশন থেকে নবম লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমতি দেওয়া হয়। এতে ব্যয় হবে ৩৫৮ কোটি টাকা। আর কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে  ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৫০ কোটি টাকা।

>>>  আগামীকাল মেট্রোরেলের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :