
আজ ইংরেজি খ্রিস্টাব্দ ২০২২ এর ১৪ জানুয়ারি, রোজ শনিবার। কিন্তু বাংলা মাসের হিসেবে আজ পৌষের শেষ দিন। সনাতন ধর্মালম্বীরা এই দিনটিকে পৌষ সংক্রান্তি নামে প্রচলন করেছে, আর এই সংক্রান্তির অনুষ্ঠান ঘিরে চলে তাদের বিভিন্ন আয়োজন।
এদিকে এইদিন ঘিরে ঐতিহ্যবাহী পুরান ঢাকাতে চলে নানা আয়োজন। বিশেষ করে বাংলাদেশে ঘুড়ি উৎসব বলতে যে অনুষ্ঠানকে বুঝানো হয়, সেটি হলো সাকরাইন। আর এই সাকরাইন এর উৎসবের আয়োজন করা হয় এদিন ঘিরেই। পুরান ঢাকার ছাদে ছাদে পাল্লা চলে ঘুড়ি উড়ানোর। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও করা হয় এই সাকরাইন উৎসব ঘিরে।

গতকাল থেকেই রায় সাহেব বাজার, শাঁখারি বাজার এবং লক্ষী বজারের বিভিন্ন দোকানে দোকানে ভিড় জমেছে ঘুড়ি বেচা-কেনার। পুরান ঢাকার ঐতিহ্যের মাঠ ধুপখোলা তে ও অস্থায়ীভাবে বসেছে ঘুড়ি-নাটাই-সুতো'র দোকান।
এর সাথে সাথে ফানুস বিক্রির ও বিভিন্ন ধরনের বাজি বিক্রির হারও বেড়েছে জ্যামিতিক হারে। এই দিন ঘিরে পুরান ঢাকার বাসায় বাসায় অতিথিদের সমাগম ও বৃদ্ধি পায় এবং নানা ধরনের খাবারের ও আয়োজন করা হয়।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব