পাসপোর্টের শক্তিতে ৯৬ তম স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে কোন ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে বিশ্বের সব দেশের পাসপোর্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব রয়েছে এখন সিঙ্গাপুরের। ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের।
গতকাল মঙ্গলবার হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে।
তালিকায় দেখা যায়, গত পাঁচ বছর টানা শীর্ষস্থানে থাকার পর এবছর তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে জাপান। জাপানের পাসপোর্টধারীদের বিশ্বের ১৮৯টি রাষ্ট্রে ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ রয়েছে। তবে তৃতীয় স্থানে যৌথভাবে আরো রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।
এদিকে র্যাংকিংয়ে গত বছরের তুলনায় এগিয়ে গিয়েছে ভারত। বর্তমানে ৮০তম স্থানে রয়েছে দেশটি ও ভারতের সাথে যৌথভাবে এই অবস্থানে আছে টোগো ও সেনেগাল। এই তিনটি দেশের পাসপোর্ট থাকা মানে ৫৭টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে। এক দশক আগে একবারের জন্য শীর্ষস্থান অধিকার করা যুক্তরাষ্ট্রের এবারের অবস্থান ৮ম।আর যুক্তরাজ্যর অবস্থান রয়েছে ৪র্থ স্থানে।
এই ছাড়া তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান (১০৩)। আফগানিস্তানের পাসপোর্টধারীরা ২৭টি রাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারবেন। নিচের দিক থেকে র্যাংকিংয়ে আরো আছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া এবং ইরাক।






