জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় লাভ করে আইন বিভাগ। টানা দ্বিতীয় ম্যাচে জয় লাভ শিরোপার হাতছানি দিচ্ছে আইন বিভাগে। র্নিধারিত সময় পর আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জয় পায় আইন বিভাগ।
রবিবার, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস কেরানিগঞ্জে আইন বিভাগ এবং পদার্থ বিজ্ঞান বিভাগের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম থেকে আক্রমাত্মক ভাবে খেলতে থাকে আইন বিভাগ। একের পর এক আক্রমণ করতে থাকে বিপক্ষ দলের গোল বারে। তারই ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচের প্রথমার্ধে আইন বিভাগ কর্ণার থেকে রাকিবের গোলে ১-০ তে এগিয়ে যায়। র্নিধারিত সময়ে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আইন বিভাগ।
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর মাঠে নেমে শিরোপা জয়ের কাছাকাছি আইন বিভাগ। আইন বিভাগের খেলোয়াড়রা হলেন : জামান, কামরুল, সবুজ, বিজয়, ফারুক, সবুজ,আরিফ, তানজিল, রাহাত, আল- আমিন, আলী-আশা, রাকিব, আজাদ, নয়ন, মুন্না, মারুফ, সৌরভ,রাহেদ।
আইন বিভাগের শিক্ষক মোস্তফা কামাল বলেন, আইন বিভাগের খেলোয়াড়রা আজকে আমাদের চমৎকার একটা ফুটবল ম্যাচ উপহার দিয়েছে। আইন বিভাগ শুধু পড়ালেখাতে না যেকোন কিছুতেই সেরা, আমাদের ছেলেরা তারই প্রমাণ দিচ্ছে। তারা যেভাবে নান্দনিক ফুটবল খেলা উপহার দিচ্ছে এই ধারাবাহিকতা বজায় রাখলে আশা করি শিরোপা আমাদের হাতেই উঠবে। খেলায় হার জিত থাকবেই, যুদ্ধে যেরকম হার জিত থাকে, খেলায় ও সেরকম হার জিত থাকে। যারা আজকে জিততে পারে নাই তাদের জন্য শুভকামনা রইল। আমাদের আইন বিভাগের খেলোয়াড়দের জন্য ও শুভকামনা রইল তারা পরবর্তী ম্যাচ গুলোতে ও নান্দনিক ফুটবল খেলে শিরোপা নিয়ে আসবে আইন বিভাগে।







