ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীর দুই স্কুল ছাত্র খুন: ছুরি মেরেছিল ‘একজনই’

দৈনিক স্লোগান , অপরাধ

পটুয়াখালীতে দুই স্কুলছাত্র খুনের মামলায় একই বিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন,সোমবার (২৭ মার্চ) রাতে নরসিংদীর রায়পুরা ও রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা দুজনই বাউফল উপজেলার ‘ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের’ নবম শ্রেণির শিক্ষার্থী; তাদের বাড়ি বাউফলের ইন্দ্রকূল গ্রামে।

মঈন বলেন, ১৫ বছর বয়সী ওই দুই কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাদের মধ্যে একজন একাই দুই ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করেছিল।

“ছেলেটি ‘ফ্রি-ফায়ার’ এবং ‘পাবজি’ গেমসে আসক্ত ছিল। সে এসব গেমসের মারামারি দৃশ্য দেখেই নৃশংসতা শিখেছে।“

গত ২২ মার্চ বিকালে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একদল কিশোরের হামলায় খুন হয়েছে নাফিজ ও মারুফ নামের দুই কিশোর, আহত হয় আরও একজন। তারা ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

ওই ঘটনায় মামলা হলে স্কুলের দুই শিক্ষার্থীকে  গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে র‌্যাব গ্রেপ্তার করে আরও দুজনকে।

মঙ্গলবার ঢাকায় র‌্যাবের সংবাদ সম্মলেনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঘটনার দিন ক্লাসের বিরতির সময় নবম ও দশম শ্রেণির দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। এ নিয়ে দুই ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরে বিকালে স্কুলের কাছের পাংগাশিয়া সেতুর কাছাকাছি নবম শ্রেণির কয়েকজন মিলে মারুফ, নাফিজসহ কয়েকজনকে ধরে মারধর করে। তখনই নবম শ্রেণির ওই কিশোর ছুরি নিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং তিন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

মঈন বলেন, “জিজ্ঞাসাবাদে ছেলেটি জানিয়েছে, ছুরি মারার পর বাড়িতে গিয়ে সে ওই ছুরিটি ভালোভাবে পানি দিযে ধুয়েছে এবং দেরি না করে বাউফলের ধুলিয়া লঞ্চঘাট থেকে লঞ্চে করে ঢাকায় পালিয়ে আসে। ঢাকায় আসার পথে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি নদীতে ফেলে দেয়।

>>>  পাসপোর্ট শক্তিতে ৯৬ তম স্থানে উঠে এলো বাংলাদেশ

“ঢাকায় নেমে ট্রেনে করে সে নরসিংদীর রায়পুরায় যায়। সেখানে সোশাল মিডিয়ার মাধ্যমে পরিচিত এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। আর অন্যজন পটুয়াখালী থেকে বাসে করে ঢাকায় এসে পল্লবীতে তার এক আত্মীয়র বাসায় লুকিয়ে ছিল।”

র‌্যাবের মুখপাত্র বলেন, “তারা তাদের কিছু উচ্ছৃঙ্খল সহপাঠীকে নিয়ে পাংগাশিয়া এলাকায় প্রভাব বিস্তারের জন্য ছুরি, চাকু সবসময় সঙ্গে রাখত। এলাকায় মারামারিসহ অন্যান্য অপরাধমূলক কাজেও এই দুজন জড়িত ছিল।“

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :