
ঠাকুরগাঁওয়ে শরিফুল ইসলাম (৩৯) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ তাকে এক লাখ টাকা জরিমানা ও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থানার নন্দনপুর আমতলা গ্রামের আমির শেখের ছেলে বলে তথ্য দিয়েছেন।
জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ঠাকুরগাঁওয়ের আমাদের হাসপাতালে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ এবং ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ হিসেবে সাইনবোর্ড টাঙিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন তিনি। ওই ভুয়া চিকিৎসক তার নেমপ্লেটে ভারতের রাজীব গান্ধী স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন বলে উল্লেখ করেছেন। সেখানে নাম কিছুটা পাল্টিয়ে ডা. শারিফুল ইসলাম উল্লেখ করে প্রতারণা করে আসছিলেন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব