ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম


নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মো, রবিউল মোল্লার ছেলে মো.জামিনুর মোল্লা (১৮) নামে একজন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহত জামিনুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে, মাথায় মারাত্মক জখম থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইলে সদর হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে জামিনুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের স্বপন মোল্লার ছেলে আলামিন ও নাঈম। পরে তাকে পার্শ্ববর্তী আরিফ শেখের মেহগনির বাগানে নিয়ে হত্যা করার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। জামিনুরের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ নাসির উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান

>>>  রফিকের বিরুদ্ধে দুই মামলা: আইনি ব্যবস্থা গ্রহণে ছাড় নেই বলছে পুলিশ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :