নড়াইল ডিবি পুলিশ জুয়ার সরঞ্জামসহ তিন জন জুয়াড়িকে আটক করেছে।
আজ ১১ জুন (রবিবার) বিকালে নড়াইল সদর থানাধীন সীমাখালী বিলের মধ্য থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার বেদভিটা গ্রামের মৃত ফুল মিয়া শেখের ছেলে বাদশা মিয়া (৫৫) ও একই গ্রামের ওসমান গনি বিশ্বাসের ছেলে বিকুয়ার বিশ্বাস (৪০) এবং একই উপজেলার বল্লারটোপ গ্রামের সোবহান শেখের ছেলে শিপলু শেখ (৩৫)।
এসময় জুয়ার আসর থেকে নগদ ছয় হাজার এক’শ টাকা, দুই সেট জুয়ারি তাস ও জুয়ার আসরে ব্যবহৃত একটি মাদুর জব্দ করে পুলিশ। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলে জানা যায়।
⚫সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন – দৈনিক স্লোগান







