নড়াইল জেলার নড়াগাতিতে গতকাল ইট বোঝাই ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে, নড়াগাতি থানার আওতাধীন কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়ারচর মন্দিরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) সুকান্ত সাহা দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুবেল মোল্লা (৩২) কালিয়া পৌরসভার চাঁদপুর সাকিনস্ত আক্কাস মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইট বোঝাই ট্রলিটি কালিয়া থেকে কলাবাড়ীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পতিমধ্যে বোয়ালিয়ার চর মন্দিরের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং তাতে ঘটনাস্থলেই আরোহী রুবেল মারা যায়। এসময় তার সঙ্গে যাত্রী হিসেবে থাকা তার ভগ্নিপতি হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। তবে ট্রলিটি খুব দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ভুক্তভোগীর স্বজনরা এজাহার করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার বলেন, ঘটনা সম্পর্কে নড়াগাতী থানার ওসির সঙ্গে কথা বলেছি এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলে অবৈধ ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।







