ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের বদলগাছী অঞ্চলে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে পরিকল্পনা অনুযায়ী ব্যাপক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে বদলগাছী থানা পুলিশ। এই অঞ্চলের সড়ককে ভোগান্তিমুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাসহ ‘মোবাইল টিম’ ব্যবস্থা।
এদিকে সড়কে নির্বিঘ্নে চলাচলের জন্য জানজটমুক্ত রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত ব্যবস্থার পাশাপাশি সড়কে ডাকাতি ও ছিনতাই রোধে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা ।
এরই অংশ হিসেবে বদলগাছী নতুন ব্রীজ এলাকায় থানা পুলিশ মোবাইল টিম পরিচালনা করে।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী “সড়ক হোক নিরাপদ” এই প্রতিপাদ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে বদলগাছী থানা পুলিশ এবং পরবর্তীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গত ঈদেও এই সড়কগুলোতে চলাচলকারীদের কোনো ব্যাঘাত ঘটেনি। নির্বিঘ্নে সকলে বাড়ি ঈদ উদযাপন করেছে। কোনো দুর্ঘটনাজনিত কারণে কিংবা যদি যানবাহনের জটলা তৈরি হয়, সেজন্য বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে নানান ব্যবস্থা রাখা হয়েছে।







