
বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে এখন দেড় হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে।
শনিবার দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের এসব কথাই বলেন নসরুল হামিদ।
নসরুল হামিদ বলেন, ‘আমাদের (পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র)এর একটি হাব বন্ধ আছে। দ্বিতীয় হাবও ৫ জুনের পরে বন্ধ হতে চলেছে। কারণ, এখানে কয়লার অভাব দেখা গেছে ও এটা আসতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লেগে যাবে। আমাদের এখানে এলসি খুলতে দেরি হয়েছে। পাশাপাশি অন্যান্য বিষয় ছিল। এই কারণে বিদ্যুতের একটি বড় অংশ আমরা সিস্টেমে পাচ্ছি না। এতে আমি মনে করি যে কিছুটা জনদুর্ভোগ পোহাতে হচ্ছে।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তেল আনার ব্যাপারেও রীতিমতো হিমশিম খাচ্ছি আমরা। আর বেশির ভাগ গ্যাস আপাতত আমরা ইন্ডাস্ট্রিতে দিচ্ছি। এদিকে গরম অনেক বেড়ে গেছে। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির ওপরে চলে গিয়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে লোডশেডিংয়ের কারণেই।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক এবং পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক। বক্তব্য দেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এম সামসুল আলম।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব