
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্টের নতুন দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। তিনি বর্তমান হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগমের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে দুই বছরের জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি আগামী ৪ মার্চ থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একমাত্র হল। আর এই হলটির প্রথম প্রভোস্ট ছিলেন অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগম। ৩য় প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব