ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানে নয়, এবার চট্টগ্রামে বাসেই মিলেছে সাড়ে ৯ কেজি স্বর্ণ। শাহ আমানত ব্রিজের দক্ষিণ পাশে একটি বাসে তল্লাশী করে আট কোটি টাকার বেশি মূল্যের সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার করে থাকে কর্ণফুলী থানা পুলিশ। এসময় দু’নারীসহ চারজনকে আটক করেথাকে পুলিশ।

শুক্রবার ১৬ জুন সকাল সাড়ে ৯টার দিকে শাহ আমানত ব্রিজের মইজ্জ্যার টেক এলাকায় স্বর্ণ উদ্ধার ও  সাথে থাকা চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন- অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) এবং গীতা ধর (৩৮)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস পুলিশ টিম সকাল সাড়ে ৯টার দিকে মইজ্জ্যার টেক এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি করে থাকে। সেসময় বিশেষ কৌশলে আনা এসব স্বর্ণ উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৯ কেজি।
বিপুল পরিমাণ এসব স্বর্ণ কোথায় থেকে নিয়ে আসা হচ্ছে ও গন্তব্য কোথায় পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ।

>>>  পটুয়াখালীর দুই স্কুল ছাত্র খুন: ছুরি মেরেছিল ‘একজনই’

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :