
জলাবদ্ধতা নিরসনে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন হাছান মাহমুদ।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় সোয়া বিলিয়িন ডলার বরাদ্দ দেওয়ার কথা জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামে আগামী মৌসুমেই এ সঙ্কট কেটে যাবে।
(১৮ মার্চ) শনিবার দুপুরে নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া মৌসুমী আবাসিকের আরসিসি ড্রেনসহ রাস্তা-নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সময় এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ।
জলাবদ্ধতা নিরসনে সবাইকে সম্মিলিত প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন করার জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলার সমপরিমাণ বরাদ্দ দিয়েছেন।
“এত বরাদ্দ ঢাকা শহরের জন্যও কখনো দেওয়া হয়নি। এই প্রকল্পের কাজ চলছে, আশা করি আগামী মৌসুমেই আগের মত জলাবদ্ধতা আর হবে না।”
তিনি বলেন, “চট্টগ্রাম শহরে পৌনে এক কোটি মানুষের বসবাস। আমরা পৌনে এক কোটি মানুষ সবাই মিলে যদি ময়লা করি, সিটি করপোরেশনের চার হাজার কর্মীর পক্ষে পরিষ্কার রাখা কখনো সম্ভব না।
“সুতরাং আমাদের নাগরিকদেরও দায়িত্ব আছে রাস্তাঘাট নালা-নর্দমাকে পরিষ্কার রাখা। ড্রেন করার পর সেই ড্রেনে যদি আমরা পলিথিন ও বাসা বাড়ির ময়লা ফেলি তাহলে সেই ড্রেন কখনও সচল থাকতে পারে না। এটা চট্টগ্রাম ও ঢাকা শহরসহ সব জায়গাতেই হচ্ছে।”
বিদেশের উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “সিঙ্গাপুর, ইউরোপ ও আমেরিকার বহু শহর আছে যেখানে থুথু ফেললে জরিমানা প্রদান করতে হয়। পৃথিবীর অনেক দেশে গিয়েছি, কোনো দেশে আমাদের মত যেখানে-সেখানে ময়লা ফেলার এই অবস্থা নেই।
“কিন্তু আমরা যখন বিদেশে যাই তখন কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলি না। এই অভ্যাস থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে।”
‘
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব