ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাসির দাম ৮০ হাজার টাকা

ভারতের তোতাপুরী জাতের একটি খাসি। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য মালিক খাসিটির দাম হাঁকাচ্ছেন ৮০ হাজার টাকা। উৎসুক লোকজন খাসিটি দেখতে হাটে ভিড় করেছেন। গতকাল বুধবার জয়পুরহাটের আক্কেলপুরে কলেজহাটের পশুর হাটে খাসিটি আনা হয়। এটিই হাটের মধ্যে সবচেয়ে বড় খাসি।

খাসিটির মালিক হচ্ছেন আবদুল মোমিন। তিনি আক্কেলপুর পৌর শহরের মণ্ডলপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দাবি করছেন, খাসিটির ওজন হচ্ছে ৮২ কেজি। হাটের ইজারাদারের প্রতিনিধি ফেরদৌস হোসেনও দাবি করেন, খাসির ওজন ৮২ কেজি। তবে ওজনের বিষয়টি দৈনিক স্লোগান আলাদাভাবে পরীক্ষা করতে পারেনি।

কলেজহাটের পশুর হাটে গিয়ে দেখা গেছে, খাসিটি দেখতে অনেকেই ভিড় করেছেন। খাসির মালিক আবদুল মোমিন বলেন, তিনি দুই বছর আগে নাটোরের তেমারিয়া হাট থেকে সাড়ে ৯ হাজার টাকা দিয়ে তোতাপুরী জাতের খাসি কিনে এনেছিলেন। বাড়িতে লালন-পালন করে খাসিটি বড় করেছেন। খাসিটিকে তিনি ভাত, খড় এবং ভুসি খাওয়ান। তাঁর চাওয়া ৮০ হাজার টাকার বিপরীতে এখন পর্যন্ত এটির দাম ওঠেছে ৬৫ হাজার টাকা। তবে তিনি ৮০ হাজার টাকার কমে খাসিটিকে বিক্রি করবেন না।

আক্কেলপুর চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা রানা চৌধুরী বলেন, হাটে এসে এতো বড় খাসি দেখে ভালোই লাগল।

>>>  আমের ট্রেনে ঢাকায় এলো কোরবানির গরু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :