গ্রেফতারকৃত আবু সালেহ (২৫) বদলগাছীর আধাইপুর ইউপির বিষ্ণপুর গ্রামের ওসমান আলীর ছেলে।
নওগাঁর বদলগাছীতে ইসলাম ধর্মের গ্রন্থ কোরআন শরিফের উপর পা দিয়ে কোরআনকে অবমাননা করায় ছেলে আবু সালেহের (২৫) এর বিরুদ্ধে মামলা করলেন পিতা ওসমান আলী (৬৫)। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বিষ্ণপুর গ্রামে।
থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বদলগাছীর আধাইপুর ইউপির বিষ্ণপুর গ্রামের ওসমান আলীর ছেলে আবু সালেহ (২৫) পিতার ঘরের তাকের উপর রাখা ইসলাম ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন শরীফ মাটিতে ফেলে দেয় এবং তার উপর পা দিলে ঘটনাটি মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে। গ্রামবাসীসহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা এর প্রতিবাদ জানায়, ইসলাম ধর্মাবলম্বীরা উত্তেজিত হয়ে ওসমান আলীর বাড়ীর দিকে যেতে থাকে পরিস্থিতি ঘোলাটে দেখে গ্রামবাসী ঘটনাটি বদলগাছী থানায় জানায়। রাত সাড়ে ৯টায় বদলগাছী থানা পুলিশের এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আবু সালেহ (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যপারে ওসমান আলী বাদী হয়ে ছেলে আবু সালেহ এর বিরুদ্ধে মামলা দায়ের করেন, মামলা নং-৭।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ওসমান আলীর ছেলে ঘরের তাকের উপর রাখা কোরআন শরিফ মাটিতে ফেলে দেয় এবং পা দেয়। এই ঘটনাটি কিছুক্ষণের মধ্যে গোটা গ্রামে ছড়িয়ে পড়লে ইসলাম ধর্মের লোকজন ক্ষেঁপে উঠে এবং প্রতিবাদ জানায়। স্থানীয়রা আরো বলেন, আবু সালেহ এক গুয়ে প্রকৃতির ছেলে এবং কারো কথা শোনেনা।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ ব্যপারে গতকাল রাতে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আজ মঙ্গলবার দুপুরে আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







