
ব্রাহ্মণবাড়িয়ার একটি ভবনের দোতলার জানালার উপর 'সানসেটে' এক সপ্তাহ ধরে আটকে ছিল একটি বিড়াল। অবশেষে দমকল বাহিনীর সদস্যরা আজ সোমবার সকালে বিড়ালটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
স্থানীয়রা জানায়, বাগানবাড়ি এলাকার একটি বাড়ির বাসিন্দারা প্রায় এক সপ্তাহ ধরেই বিড়ালের ডাকার শব্দ পাচ্ছিলেন। রাত হলেই শব্দটি বেশি পেতেন তারা। অবশেষে আজ সোমবার সকালে বাড়ির লোকজন ছাদে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখেন দোতলার জানালার সানসেটের উপর বিড়ালটি বসে আছে। কোন দিকে যাওয়ার সুযোগ পাচ্ছিল না বিড়ালটি। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে বিড়ালটিকে উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, বিড়ালটি জানালার সানসেটে আটকে পড়ায় বের হতে পারছিল না।পরে সানসেটের কাছে উঠে বিড়াালটিকে উদ্ধার করা হয়।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব