ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এই রমজানে জাফরান জিলাপি

দৈনিক স্লোগান, বিশেষ

রমজান মাস আর খুব বেশি দূরে নেই। এই মাসকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্থানে জমে উঠে নানা ধরনের মুখরোচক ইফতারের জমজমাট আয়োজন। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় খাজানা মিঠাই ও খাজানা রেস্টুরেন্ট আয়োজন করে থাকে তাদের  ইফতার। অনেক ঢাকাবাসীর কাছে খাজানা মিঠাইয়ের তৈরিকৃত জাফরান জিলাপি ছাড়া ইফতার আয়োজন যেন সম্পূর্ন হয় না।

এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মিষ্টির বাজারে বিখ্যাত একটি নাম হচ্ছে খাজানা মিঠাই। বিশেষভাবে জিলাপি, মতিচুর লাড্ডু, মিহিদানা রাবড়ি, কাজু বরফি, গুলাব জামুন, গাজরের পায়েস, লাচ্ছা সেমাই, শন পাপড়ি ও রসমালাইয়ের জন্য খাজানা মিঠাই খুবই জনপ্রিয় খাবার। খাজানা মিঠাই এর বর্তমানে ঢাকায় মধ্যে ৫টি শোরুম রয়েছে গুলশান ১, গুলশান ২, বনানী ১১, উত্তরা এবং ধানমন্ডিতে।

সারা বছরের প্রতি শুক্রবারে খাজানা মিঠাইয়ের সকল শোরুমে জিলাপ পাওয়া যায় তবে বিশেষ ইফতার আয়োজনে পুরো রমজান মাস জুড়েই প্রতিদিন সকল শোরুমে পাওয়া যায় খাজানা মিঠাইয়ের স্পেশাল জাফরান জিলাপি এবং  গাজরের পায়েস। চিকন জিলাপির প্যাঁচ, মচমচে ভাঁজা ও জাফরানের স্বাদ জিলাপিকে করে তুলে অতুলনীয়। খাজানা মিঠাই ছাড়াও গুলশানে আয়োজিত হয়ে থাকে ঐতিহ্যবাহী খাজানা ইফতার বাজার যেখানে থাকবে খাজানার সকল প্রকারের জনপ্রিয় খাবারগুলির সমাহার।

,ক্রেতাসাধারণ কেজি ও নানা সাইজ অনুযায়ী কিনতে পারবেন পাশাপাশি যেকোন ছোট-বড় কর্পোরেট আয়োজনের জন্যও অর্ডার করতে পারে। এমনকি পেমেন্ট করতে পারবেন ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট যেকোনো মাধ্যমেই। এছাড়াও রয়েছে বিভিন্ন অনলাইন পার্টানরদের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার করার সুব্যবস্থা। সহযোগী পার্টনার হিসেবে থাকছে উল্লেখযোগ্য কিছু ব্যাংক, মোবাইল পেমেন্ট পার্টনারস ও বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠান। পুরো রমজান মাস জুড়ে চলে এই বিখ্যাত ইফতারের আয়োজন।

>>>  বদলগাছীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :