
ঈদের আগে ছুটি নিয়ে নতুন সুখবর দিল সরকার। এবার ঈদের ছুটি বাড়ছে আরও এক দিন।এই জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এর ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ, ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে থাকছে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি হচ্ছে কমপক্ষে পাঁচ দিন । তবে চাঁদ দেখার সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ১৯ এপ্রিল বুধবার পবিত্র শবে কদরের ছুটি থাকবে। সে ক্ষেত্রে ঈদের আগে এক দিন, অর্থাৎ ২০ এপ্রিল খোলা থাকে। তাই মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্নে হয়ে থাকে যাতায়াতটি যাতে সুন্দর হয়, সে জন্য ২০ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত করা হয়েছে।
জানা গেছে, এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে ধরে নিয়ে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। এই ক্ষেত্রে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি ধরা হয়েছিল। অবশ্য, সব সময়ই চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটিও এক দিন বাড়ে। এবারও যদি এমন হয় ছুটিও এক দিন বাড়বে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব