ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝড় তুলেছে শাকিবের প্রতিবাদী গান ‘কথা আছে’

দৈনিক স্লোগান, বিনোদন


আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’র গান ‘কথা আছে’ দিয়ে অনলাইনে ঝড় তুলেছেন সুপারস্টার শাকিব খান।

বুধবার সন্ধ্যায় এই নায়ক তার পেজে গানটির ভিডিও ছেড়েছেন। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ‘কথা আছে’। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই গানটি দেখেছেন ৫ লাখের বেশি দর্শক।

শাকিবের পেইজ থেকেই গানটি শেয়ার হয়েছে কয়েক হাজার, মন্তব্য পড়েছে প্রায় হাজার দশেক!

যেসব মন্তব্যে দর্শকের মুগ্ধতা ঝরে পড়ছে। তারা বলছেন, গানটির কারণে ঈদে এই ছবি দেখার আগ্রহ বেড়েছে।

বেশিরভাগ মন্তব্যে দর্শকরা শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন। আরও বলেন, নতুন শাকিবকে পেলেন। যার দীর্ঘদিন প্রত্যাশিত ছিল।

র‍্যাপ ধাঁচের এই গানটি গেয়েছেন ‘গাল্লি বয়’ খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। শাকিবের পাশাপাশি গানটির জন্য এই শিল্পীও দারুণ প্রশংসা পাচ্ছেন।

গাওয়ার পাশাপাশি ‘কথা আছে’ গানটি লিখেছেন শিল্পী নিজেই।সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা ও কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন নির্মাণ করেছেন তপু খান। এটি তার প্রথম ছবি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে শাকিবের ‘লিডার’ বাজিমাৎ করতে পারে। যার নমুনা ‘কথা আছে’ গানটি!

>>>  আদি পুরুষের ট্রেইলার আসছে বিপুল সমারোহে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :