রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়িসহ বাসে আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলী শিশু মেলার সামনে একটি বাস
এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী একজন পুলিশ সদস্য বলেন, শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে গাবতলীর দিক থেকে মিছিল নিয়ে আসার পথে শ্যামলী স্কয়ারের উল্টো সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন দেয়। এই সময় কয়েকটি বাস এবং প্রাইভেট কার ভাঙচুর করে তারা।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত ফেরদৌস বলেন, পুলিশের গাড়িত আগুন এবং ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
এর আগে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মাতুয়াইলে পুলিশ এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
এসময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়ে থাকে।






